নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। গত সপ্তাহে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশে অবস্থানের সময় দেশ দু'টির শীর্ষ দুই নেতার সাথে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি উচ্চমানের আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির অবস্থানকে আরও সুদৃঢ় করতে এই বৈঠকসমূহ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ভুটানের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করেন উপাচার্য প্রফেসর চ্যাং, অন্যদিকে নেপালের রাষ্ট্রপতির সাথে সাক্ষাতকালে তিনি ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল জনাথন কার্টমেল। উক্ত বৈঠকসমূহে বাংলাদেশ এবং পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটির ভূমিকা নিয়ে আলোকপাত করেন তারা।
উভয় নেতাই তাদের নিজ নিজ দেশের শিক্ষার্থীদের কল্যাণ সংক্রান্ত বিভিন্ন দিক এবং সেই সাথে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপস্থিতি কীভাবে দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের অভিজ্ঞতাকে সার্বিকভাবে সমৃদ্ধ করছে সেই বিষয়ে জানতে চান। আলোচনায় ব্র্যাক ইউনিভার্সিটি এবং নেপাল ও ভুটানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে কর্মসূচি চলমান রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
উভয় দেশের নেতার সাথে আলোচনাকালে ব্র্যাক ইউনিভার্সিটি কিভাবে তার লক্ষ্য ও উদ্দেশ্যেকে নতুনভাবে সাজিয়েছে সেই বিষয়ে আলোকপাত করা হয়। উপাচার্য ভিনসেন্ট চ্যাং এর দুরদর্শী নেতৃত্বে উৎকর্ষতা অর্জনের প্রয়াস চলমান রয়েছে এবং একটি বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি আত্মপ্রকাশ করছে বলেও জানানো হয়।
ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ভিনসেন্ট চ্যাং বলেন, ‘উন্নতমানের শিক্ষা, আন্তর্জাতিকীকরণের মত বিষয়ের সাথে হাতে হাত রেখে এগিয়ে চলে। ব্র্যাক ইউনিভার্সিটি এক্ষেত্রে তার মানদণ্ড নির্ধারণ করেছে, একই সময়ে আমরা স্টুডেন্ট এক্সপেরিয়েন্স এর উন্নতি এবং তাৎপর্যপূর্ণ গবেষণা বৃদ্ধিতেও সচেষ্ট হয়েছি। এসব উদ্যোগ ব্র্যাক ইউনিভার্সিটিকে উচ্চশিক্ষার বৈশ্বিক মানচিত্রে জায়গা করে দিচ্ছে।’ ব্র্যাক ইউনিভার্সিটির নেওয়া বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি ও প্রধানমন্ত্রী লোটে শেরিং।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ