পলিসি গ্রহণ ও সমালোচনায় শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় পলিসি প্রতিযোগিতা-২০২১ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ইয়েস গ্রুপ। আয়োজনে সার্বিক সহযোগিতা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
প্রতিযোগিতায় 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ' বিষয়ে দেশের যেকোনো উন্নয়ন সেক্টরের নতুন পলিসি কিংবা চলমান পলিসিতে সংশোধনী বা সংস্কার প্রস্তাব করতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের দুজন শিক্ষার্থী মিলে গ্রুপ করে এতে অংশগ্রহণ করা যাবে। প্রতিযোগীদের আগামী ৭ এপ্রিল রাত ১১.৫৯ মিনিটের মধ্যেই নির্ধারিত নিয়মে [email protected] এই ঠিকানায় তাদের পলিসি পাঠাতে বলা হয়েছে। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে আয়োজকেরা।
বিডি প্রতিদিন/হিমেল