অবশেষে শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মুর্তজা’র নামেই ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নামকরণ করা হয়েছে। গত সোমবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
উল্লেখ্য, ডা. মোহাম্মদ মুর্তজা ১৯৫৫ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে কর্মরত ছিলেন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসররা তাকে নৃশংসভাবে হত্যা করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন বা স্থাপনা শহিদ বুদ্ধিজীবী, শিক্ষক ও কর্মকর্তার নামে নামকরণের একটি প্রতিষ্ঠিত রেওয়াজ রয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের নাম ‘শহিদ ডা. মোহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টার’ করা হল।
এছাড়া একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় তিন জন গবেষককে পিএইচডি ডিগ্রি এবং চার জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডি প্রতিনিধি/আবু জাফর