যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের (পিএমই) আয়োজনে ‘টেরেস্ট্রিয়াল অ্যান্ড মেরিন ওয়েদারিং সিগন্যালস রেকর্ডেড ইন ইস্ট অ্যাশিয়ান কন্টিনেন্টাল মার্জিন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার যবিপ্রবি’র কেন্দ্রীয় গ্যালারিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশের বিশাল সমুদ্র অঞ্চল রয়েছে। সে কারণে এ ধরণের কর্মশালা শিক্ষার্থীদের জন্য খুবই জরুরি।
তিনি বলেন, কর্মশালায় চায়নার বিশেষজ্ঞ দল আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধ করবে। তাদের ব্যক্তিগত সিভিকেও সমৃদ্ধ করবে এই প্রশিক্ষণ কর্মশালা।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চীনের সাংহাইয়ের টংজি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সোই ইয়াং। তিনি “টেরেস্ট্রিয়াল অ্যান্ড মেরিন ওয়েদারিং সিগন্যালস রেকর্ডেড ইন ইস্ট অ্যাসিয়ান কন্টিনেন্টাল মার্জিন” বিষয়ে শিক্ষার্থীদের সামনে গবেষণামূলক তথ্য বিস্তারিতভাবে আলোকপাত করেন।
পিএমই বিভাগের জিওকেমিস্ট্রি ল্যাবরেটোরির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন কর্মশালার আহবায়ক ও পিএমই বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন ও পিএমই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ তোফায়েল আহমেদ।
বিডি প্রতিদিন/এএম