করোনাকালীন দীর্ঘ আঠারো মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ও রাজনৈতিক স্লোগানে মুখরিত হয় কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস। এত দীর্ঘ সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল প্রতিষ্ঠানটিতে। রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এ প্রতিষ্ঠনটিও সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয় কর্তৃপক্ষ।
প্রত্যেকটি শ্রেণির শ্রেণি কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক শ্লোগান দেয় ছাত্র-ছাত্রীরা। দীর্ঘ বিরতির পর কলেজ ক্যাম্পাস মুখরিত হয় ‘জয় বাংলা’ শ্লোগানে। কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদানের পাশাপাশি সব ক্লাস চালু হয়। শিক্ষার্থীদের অনেকেই মুখে মাস্ক পরিধান করে ক্লাসে প্রবেশ করে।
তবে অনেক শ্রেণিকক্ষে সামাজিক দুরত্বের ত্রুটি ছিল। এরই মাঝে কিছুক্ষণ পর বেলা সাড়ে এগারোটার দিকে ‘জয় বাংলা’ শ্লোগান দিতে থাকে রাজনৈতিক অঙ্গনের অনেক শিক্ষার্থী। পুরো কলেজ প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসেই সংক্ষিপ্ত সমাবেশ করে কলেজ ছাত্রলীগের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল