ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এক শোকবাণীতে আজ মঙ্গলবার উপাচার্য বলেন, অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী ছিলেন, সদাহাস্যোজ্জ্বল, মিষ্টভাষী এবং অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন নিষ্ঠাবান শিক্ষক। শিক্ষকতা ও গবেষণা ছাড়াও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য হিসেবে তিনি রাজনীতি, মানবসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীর কাছেও তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এই গুণী শিক্ষকের মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বিডি প্রতিদিন / অন্তরা কবির