আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাপু।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির ছাত্তার বলেন, 'আমরা আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা করছি। কিন্তু এই সময়ের মধ্যে সকল শিক্ষার্থীকে কমপক্ষে একডোজ করোনার টিকা নিতে হবে। যে সকল শিক্ষার্থী এখনো সুরক্ষা অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেনি, আগামী ২৭, ২৮ সেপ্টেম্বরের মধ্যে তাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর কোনো শিক্ষার্থী যদি বাইরের কেন্দ্র থেকে টিকা নিতে না পারে, তাহলে আমরা তাদের জন্য বিশ্ববিদ্যালয়েই টিকা দেয়ার ব্যবস্থা করব।'
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির আরও জানান, 'যে সকল শিক্ষার্থীর ন্যাশনাল আইডি কার্ড নেই, তারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। সরকার সেসব বিষয়ে চিন্তা ভাবনা করছে। আর বিশ্ববিদ্যালয় খোলার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাডেমিক কাউন্সিলের সভা করা প্রয়োজন। আগামী ৩০ সেপ্টেম্বর আমরা একাডেমিক কাউন্সিলের সভা ডেকেছি।'
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে উপাচার্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয় এবং উপাচার্যরাও তাদের মতামত প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ