১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৮:০৯

হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

হাবিপ্রবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘Study on chemical composition of jute leaves and developments as herbal tea’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি-তে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ডিফেন্স অনুষ্ঠানে পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. মো. রবিউল হক (পবিপ্রবি), প্রফেসর ড. বলরাম রায় (হাবিপ্রবি), প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ (শেকৃবি)। এতে পিএইচডি থিসিস উপস্থাপনা করেন উক্ত বিভাগের পিএইচডি ফেলো মো. মাহবুব আলি। 

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, পাট বাংলাদেশের একটি প্রধান অর্থকরী ফসল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটজাত সামগ্রী ব্যবহার নিশ্চিত করার ওপর বারবার গুরুত্বারোপ করেছেন। তাই এ ধরনের গবেষণা আমাদের জন্য বেশ আশা জাগানীয়া।

পাট নিয়ে এ ধরনের গবেষণা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। সেমিনারে আরও উপস্থিত ছিলেন কৃষি ও বিজ্ঞান অনুষদের ডিন, চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর