চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আলভী নামের ছাত্রলীগের কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।
চকবাজার থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুর রহমান বলেন, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সভাপতির এক অনুসারীকে সেক্রেটারি অনুসারীর এক কর্মীকে থাপ্পড় দেন। এর বিরোধে পাল্টা মার দেন সভাপতি গ্রুপ। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/আবু জাফর