২৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৮

ওড়না পেঁচিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাবি প্রতিনিধি :

ওড়না পেঁচিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ইমরুল কায়েস

ইমরুল কায়েস নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার দিবাগত ৩ টায় নিজ বাসায় ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরুল কায়েস। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দাপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে সে।

আত্মহত্যার বিষয়টি ইমরুলের বাবা শহীদুল্লাহ নিজে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, 'বৃহস্পতিবার রাত ৩ টার দিকে নিজ রুমে গলায় ফাঁস দেয় ইমরুল। ঘটনার কিছুদিন আগে তার মায়ের কাছে মোটরসাইকেল চেয়েছিলো সে। কিনেও দেয়া হয়েছিল সেটা। কিন্তু ঘটনার আগেই সে একটি ডিএসএলআর ক্যামেরা চেয়েছে। কিন্তু মধ্য রাতে ক্যামেরা কিনতে যাওয়া যাবে না বলে মা তাকে বুঝানোর চেষ্টা করে। কিন্তু এরপর সে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।'

আরিয়ান নামে তার এক সহপাঠীর সূত্রে জানা যাচ্ছে, ইমরুল মানসিক ভাবে বিপর্যস্ত ছিল। রিহ্যাবিলিটেশন সেন্টারেও ছিল কিছুদিন। এরমধ্যে বিভাগের ভর্তি কার্যক্রম শুরু হলে সহপাঠীদের সাথে কথা বলে ভর্তিও হয়েছে সে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মুসতাক আহমেদ বলেন, 'বিষয়টি আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। এই ধরনের মানসিক হতাশা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে তাদের নিয়ে বসা, ক্লাস করা উচিত, যোগ করেন তিনি।'

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর