ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগামী ৭ অক্টোবর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করা যাবে। ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ‘ডি’ ইউনিটের অধীনে আসন সংখ্যা ২৪০। এ বছর ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। ভুল উত্তরের জন্য পয়েন্ট ২৫ নম্বর কাটা যাবে।
প্রসঙ্গত বিশ্ববিদ্যালয়ের বাকি অনুষদগুলোর ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে হলেও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদ না থাকায় ডি ইউনিটের অধীনে স্বতন্ত্রভাবে এ পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর