ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো আজ মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে। মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেড় বছর ধরে বন্ধ ছিল হলগুলো। আজ সকাল থেকে হলে উঠতে পেরে উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ধাপে ধাপে শিক্ষার্থীরা হলে উঠবেন।
আজ সকালে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, জিনিসপত্র নিয়ে হলে উঠছেন শিক্ষার্থীরা। সহপাঠীর সঙ্গে বহুদিন পর দেখা হওয়ায় অনেককে সেলফি তুলতেও দেখা গেছে।
এর আগে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কেন্দ্র শহীদ বুদ্ধিজীবী ডা. মুহাম্মদ মুর্তজা মেডিকেল সেন্টারে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে করোনা টিকা দান শুরু হয়। এই ক্যাম্পে 'অন স্পট রেজিস্ট্রেশনে'র মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা করোনা টিকা সিনোফার্ম (ভেরোসেল) নিতে পারবেন। প্রথম পর্যায়ে টিকা কার্যক্রম চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। আর আগামী ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের ১৮ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোও খালি করে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা