৪৪তম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রোগ্রামিংয়ে এশিয়া-ওয়েস্ট রিজিয়নে (পশ্চিমাঞ্চলে) প্রথম স্থান অর্জন করেছে। আইসিপিসি হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিংয়ের আন্তর্জাতিক সর্ববৃহৎ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা।
৫ অক্টোবর আইসিপিসির অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। পরে ৬ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিপিসি ২০২০ এর চূড়ান্ত প্রতিযোগিতায় বুয়েট প্রোগ্রামিংয়ে ৭টি সমস্যা সমাধান করে এশিয়া-ওয়েস্ট রিজিয়নে (পশ্চিমাঞ্চলে) প্রথম স্থান অর্জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দল ৬টি সমস্যা সমাধান করে অনার্স ক্যাটাগরিতে পুরস্কৃত হয়।
রাশিয়ার ‘নিজনি নবগরাদ স্টেট ইউনিভার্সিটি’ ১২টি সমস্যার সমাধান করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ বছর প্রতিযোগিতায় বিশ্বের ১২০টি বিশ্ববিদ্যালয় দল অংশগ্রহণ করে। ৪৫ম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা