এক ডোজ করোনা টিকা নেওয়ার শর্তে প্রায় দেড় বছর পর খুলতে যাচ্ছে বুয়েটের আবাসিক হলগুলো। রবিবার বুয়েট ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর থেকে শহীদ স্মৃতি হল ছাড়া অন্য আবাসিক হলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। এছাড়াও পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ নভেম্বর থেকেই একাডেমিক কার্যক্রম শুরু হবে।
রবিবার বুয়েটের একাডেমিক সেশন রিভিউ কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে এতে উপাচার্য, অনুষদসমূহের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্টবৃন্দ অংশ নেন। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
উল্লেখ্য, বুয়েটের মোট আটটি আবাসিক হল রয়েছে। এর মধ্যে, শহীদ স্মৃতি হল স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের জন্য। তাদের অনলাইনে পরীক্ষা চলছে। পরে নতুন শিক্ষার্থীদের জন্য এই হলটি খুলে দেওয়া হবে বলে জানা গেছে। অবশিষ্ট সাত হলের মধ্যে ছয়টি স্নাতক শ্রেণির ছাত্র এবং একটি ছাত্রীদের বরাদ্দ। এই সাতটি হলই ১০ নভেম্বর থেকে খুলবে।
বিডি প্রতিদিন/এএম