চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সোনার বাংলা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
রেলওয়ে কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (২ নভেম্বর) ৭৮৭ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস (চট্টগ্রাম টু ঢাকা) ও আগামী বুধবার (৩ নভেম্বর) ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস (ঢাকা টু চট্টগ্রাম) ট্রেনের অফ ডে বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, ২৭ অক্টোবর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (২০২০-২১) সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। শেষ হবে ৫ নভেম্বর।
বিডি প্রতিদিন/আবু জাফর