‘গুচ্ছ’ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১ ঘণ্টা। এর অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭৯৭ জন পরীক্ষার্থী।
এবার প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়সহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষার আয়োজন করেছে। ‘গুচ্ছ’ পদ্ধতিকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী এবং অভিভাবকরা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ