দীর্ঘ সময় পর ক্যাম্পাসে ফেরার আনন্দ ধরে রাখতে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) রবিবার ভৌতিক থিমের বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে হ্যালোইন উদযাপন করেছে। আইএসডি’র প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা এবং কর্মচারীরাও এই আয়োজনে অংশ নেন।
শিক্ষার্থীরা ভুতুড়ে পোশাক পরে ক্লাস করেন এবং স্কুলে আয়োজিত হ্যালোইন থিমের বিভিন্ন কার্যকলাপে অংশ নেন। এ দিনে পুরো ক্যাম্পাসটি হ্যালোইন থিমে সাজানো হয়, যার অংশ হিসেবে অ্যাডমিন বিল্ডিংয়ের সামনে একটি ফটো বুথ স্থাপন করা হয়।
এছাড়াও শিক্ষার্থী এবং ফ্যাকাল্টিদের অংশগ্রহণে একটি ভুতুড়ে ও বিনোদনধর্মী নাটক উপভোগ করেন প্রাইমারি সেকশনের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এমআই