নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নোবিপ্রবি উপাচার্য এর পক্ষ থেকে চার নেতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় এক মিনিট নিরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মো. মাজনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন।
এর আগে নোয়াখালী জেলা আ’লীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এই সময় বক্তব্য রাখেন জেলা আ’লীগের আহŸায়ক খায়রুল আনম সেলিম ও দুই যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালীর পৌর মেয়র শহীদ উল্যাহ খাঁন সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম