অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) জলবায়ু পরিবর্তন বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২১। দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন এনডিএফ বিডি’র আয়োজনে ঢাকা ডেন্টাল কলেজ অডিটোরিয়ামে আগামীকাল শুক্রবার দুপুর ২টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
জলবায়ু বিষয়ক পরিবর্তন, করণীয় ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবীর। এতে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডি এর চেয়ারম্যান একেএম শোয়েব। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এনডিএফ বিডির কো-চেয়ারম্যান ও এনডিএফ বিডি আন্তর্জাতিক বিতর্ক উৎসবে ঢাকা অঞ্চল প্রধান এম আলমগীর।
বারোয়ারি বাংলা ও ইংরেজি প্রতিযোগিতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য জুনিয়র গ্রুপ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সিনিয়র গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জুনিয়র গ্রুপে বাংলা বারোয়ারির বিতর্কের বিষয় ‘হোক সবুজের সৃষ্টি, বদলে যাক দৃষ্টি...’ এবং সিনিয়র গ্রুপের বিতর্কের বিষয় ‘জলবায়ু পরিবর্তনের আগে প্রয়োজন আমাদের পরিবর্তন’।
এছাড়াও থাকছে ক্যারিয়ার ও বিতর্ক বিষয়ক কর্মশালা ও প্রদর্শনী বিতর্ক। এতে অংশগ্রহণ করছে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, ডন গ্রামার স্কুল গুলশান, গুলশান , মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকা, মতিঝিল, ঢাকা কলেজিয়েট স্কুল কোতোয়ালী, সদরঘাট, হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় তেজগাঁও, ফার্মগেট, হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা, সেক্টর ৩, হার্ভাড ইন্টারন্যাশনাল স্কুল মোহাম্মদপুর, আসাদ এভিনিউ,গুলশান ইন্টারন্যাশনাল স্কুল গুলশান, ইলিমেন্টারি ইংলিশ স্কুল দারুসসালাম, মিরপুর মাজার শরীফ, ধানমন্ডি টিউটরিয়াল ধানমন্ডি, ধানমন্ডি, ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ গুলশান, গুলশান বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটরিয়াল উত্তরা, সেক্টর ১৪, উত্তরা বালিকা উচ্চ বিদ্যালয় উত্তরা, সিদ্ধেশ্বরী বয়েজ হাই স্কুল রমনা, সিদ্ধেশ্বরী, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় রমনা, সিদ্ধেশ্বরী, শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয় রমনা, মধুবাগ, ধানমন্ডি গভমেন্ট গার্লস হাই স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, ধানমন্ডি গভমেন্ট বয়েজ’স হাই স্কুল ধানমন্ডি, ধানমন্ডি, ঢাকা প্রেসিডেন্সি স্কুল মোহাম্মদপুর, মোহাম্মদপুর,বিএফ শাহীন স্কুল ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট, আজিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় লালবাগ, আজিমপুর, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট, ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়. সাভার ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, টাঙ্গাইল -এর বিন্দু বাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়, বিন্দু বাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমি , ঢাকা শহরের মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ এবং বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/শফিক