চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) কার্যালয় থেকে জিনিসপত্র, ট্রফি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয় সংগঠনটি। তবে ২০১৯ সালে বিতর্ক সংগঠনের অফিস কক্ষটি মেরামতের আবেদন করা হলেও কাজটি সম্পন্ন করা হয়নি বলে অভিযোগ করা হয়।
অভিযোগপত্রে বলা হয়, ‘গত ৩ নভেম্বর সিইউডিএসের কার্যালয়ের টিনের চালা ভেঙে একটি ফ্যান, ২০টি ট্রফি চুরি করে দুস্কৃতকারীরা। এছাড়া ৫ ট্রফি ভাংচুর করা হয়েছে। কার্যালয়ের সামনে থাকা ব্যানার টানানোর লোহার স্ট্যান্ডও নিয়ে যায়। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, চুরির ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম