ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবপ্রতিষ্ঠিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’-এর প্রথম পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হককে নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রবিবার তাকে এই নিয়োগ প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। অধ্যাপক তানিয়া হক আগামী তিন বছরের জন্য গবেষণা কেন্দ্রটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেটের সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-এর গঠনতন্ত্র অনুমোদন করা হয়। এর আগে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে সেন্টারটি স্থাপনের কথা জানিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সে সময় তিনি বলেছিলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন দর্শন অনুসরণ করে সমাজে নারী অধিকার, নেতৃত্ব, লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর উইম্যান, জেন্ডার অ্যান্ড পলিসি স্টাডিজ' সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন