শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা ‘সাস্ট ডিভিশনালস ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতার্কিক সংগঠন ‘সাস্ট-স্কুল অব ডিবেট’ এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
রবিবার (৭ নভেম্বর) বিকালে সংগঠনটি থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘সাস্ট ডিভিশনালস ২০২১’ এর সমাপনী পর্ব সম্পন্ন হয়। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবির ‘Nauros Romim Fan Club’। রানার্স আপ হয় ‘চিল, ডিবেট, রিপিট’। এছাড়াও ডিবেটর অফ দ্য টুর্নামেন্ট হিসেবে মনোনীত হয়েছেন সুমিত কর্মকার এবং ডিবেটর অফ দ্য ফাইনাল হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ আহলান জাদিদ। এতে সিলেট জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল-কলেজের মোট ১২ টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রক্টর ড. মো. আলমগীর কবীরসহ সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের বিতর্কপ্রেমী শিক্ষার্থীরা ।
বিডি প্রতিদিন/হিমেল