'মুজিব শতবর্ষে রাবির সেরা শত গবেষক' উপপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেরা ১০০ জন গবেষকে নির্বাচন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
নির্বাচিত গবেষকদের সংবর্ধনারও আয়োজন করবেন তারা। মূলত, মুজিব শতবর্ষে শিক্ষা ও গবেষণার মান বাড়াতে এবং গবেষণায় শিক্ষকদের উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এজন্য একটি কমিটিও গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। সেই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলামকে সভাপতি ও জনসংযোগ দপ্তরের প্রশাসক সহযোগী অধ্যাপক ড. আজিজুর রহমানকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। উপাচার্য কর্তৃক গঠিত সেরা ১০০ গবেষক নির্বাচন কমিটি গত ২৯ সেপ্টেম্বর ১ম সভা করে। সেরা গবেষক নির্বাচনের জন্য সূচবসমূহ নির্ধারণে জন্য ১ম সভায় একটি টেকনিক্যাল সাব-কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন অনুষদ অধিকর্তা, ইনস্টিটিউটের পরিচালকদেরকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে।
এরই মধ্যে গত ২ নভেম্বর উপাচার্য দপ্তরের কনফারেন্স কক্ষে একটি সভাও করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নানা রকম উদ্যোগ নেয়া হয় সভায়। সভায় আলোচনা হয় প্রয়োজনীয় করণীয় বিষয়েও। বিভিন্ন উদ্যাগের মধ্যে একটি হলো সেরা গবেষকদের সংবর্ধণা দেয়া ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করা। সেখানে বিশ্ববিদ্যালয়টির সেরা ১০০ জন গবেষকের তালিকা করতে বিভিন্ন সূচকসমূহ নির্ধারণ করা হয়।
জানা গেছে, নয়টি সূচককে গুরুত্ব দিয়ে সেরা গবেষকদের তালিকা করবে কমিটি। সূচকগুলোর মধ্যে রয়েছে- গবেষণা তত্ত্বাবদায়নের সংখ্যা, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার সংখ্যা, কনফারেন্স প্রসিডিংস সংখ্যা, একাডেমিক পুস্তক প্রকাশনা, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ব্যতীত অন্যান্য ফান্ড থেকে মঞ্জুরীকৃত অনুদান, প্রকাশিত জার্নালকে উদ্ধৃতি হিসেবে ব্যবহারের সংখ্যা, পেটেন্ট অর্জন, প্রাপ্ত পুরস্কারের সংখ্যা এবং গবেষণার সামগ্রিক প্রভাব বিবেচনায় নেয়া হবে। এই নয়টি সূচককে আবার বিভিন্ন রেটিংয়ে ভাগ করা হবে। তারপর শীর্ষ ১০০ জন গবেষককে নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া তথ্যমতে, এই ১০০ জন গবেষকদের মধ্যে ৭০ জন থাকবেন বিজ্ঞান সংশ্লিষ্ট ও বাকি ৩০ জন থাকবেন কলা, সামাজিক বিজ্ঞান ও বানিজ্য বিভাগ থেকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ে গবেষণার উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে ক্ষেত্রে শিক্ষকদের আরও বেশি উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন। আমরা আশা করছি, চলতি নভেম্বর মাসের মধ্যেই আমরা আমাদের কাজ শেষ করতে পারবো এবং শিক্ষকদের নিয়ে সেরা গবেষকদের সংবর্ধনার আয়োজন করতে সক্ষম হব।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ