বজ্রপাতে জান-মালের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকে বজ্রপাতের সম্ভাব্য এলাকায় ও সময় চিহ্নিত করার মডেল উদ্ভাবন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই তরুণ বিজ্ঞানী। বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক পাপ্পু পাল এবং গবেষণা সহকারী খান মো. গোলাম রব্বানী উদ্ভাবিত এই মডেলে ২৪ ঘণ্টা আগেই বজ্রপাতের ঝুঁকির তথ্য পাওয়া যাবে।
আন্তর্জাতিক আবহাওয়া দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় আবহাওয়াবিজ্ঞান বিভাগের সম্মেলন কক্ষে ‘আর্লি ওয়ার্নিং এন্ড আর্লি এ্যাকশন: লাইটেনিং ডাইজেস্টার’ শীর্ষক এক সেমিনারে গবেষণা ফল তুলে ধরে এ তথ্য জানানো হয়।
সেমিনারে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রেজাউল হক উপস্থিত ছিলেন। সেমিনারে অনলাইনে যুক্ত হন বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিনিধি ড. লক্ষ্মণ সিং রাঠোড়। সেমিনারে গবেষণা ফলাফল উপস্থাপন করেন খান মো. গোলাম রব্বানী।
বিডি প্রতিদিন/এএম