পাট চাষ ও পাটের আঁশ উন্নয়নে প্রযুক্তি ব্যবহারে উন্নত গবেষণার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং জনতা জুট মিলস লিমিটেডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইয়ারুল কবীর এবং জনতা জুট মিলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান এবং অধ্যাপক ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এই সমঝোতা স্মারক অনুযায়ী, জনতা জুট মিলস লিমিটেড কর্তৃপক্ষ পাট বিষয়ক উন্নত গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগকে আর্থিক সহযোগিতা প্রদান করবে। উল্লেখ্য, এ চুক্তির অধীনে দেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং কৃত্রিম ফাইবারের বিকল্প হিসেবে পাট ও পাটের আঁশকে উন্নত করা এবং এক্ষেত্রে প্রযুক্তিগত উন্নয়নে গবেষণা পরিচালিত হবে।
এ লক্ষ্যে পাটকে একফসলি কৃষিপণ্য থেকে দুফসলি পণ্যে রূপান্তরে কাজ করা হবে। এছাড়াও পাট জাগের প্রযুক্তি নির্ভর নতুন উপায় বের করার পাশাপাশি, পাটের সুতা তৈরির ক্ষেত্রেও পাটের আঁশের কন্ডিশনিং-এ নতুন পদ্ধতি আবিষ্কার নিয়ে কাজ হবে, যা পাটের সুতার উৎপাদন ও সুতার গুণগত মানে আমূল পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। এ নিয়ে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে কিছু গবেষণা প্রকল্প চলমান রয়েছে বলেও জানা গেছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য জনতা জুট মিলস লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এবং জাতি অনেক উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর