বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ বলেছেন, অ্যাক্রেডিটেশন সনদ পেলে আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়েও এগিয়ে যাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো। কারণ, সনদ পেতে তাদের শিক্ষার মানের উন্নয়ন করতে হবে, গবেষণা বাড়াতে হবে। এছাড়াও নানান কার্যক্রম করতে হবে; যেগুলোর অনেকগুলোই আন্তর্জাতিক র্যাংকিংয়ের সূচকের সাথে মিলবে।
আজ বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বিস্তারিত জানাতে এর আয়োজন করা হয়।
ড. মেসবাহউদ্দিন আহমেদ এতে আরও বলেন, ২০ জুলাই ‘উদ্বোধন অনুষ্ঠানের’ মাধ্যমে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন কার্যক্রম অব্যাহত থাকলে উচ্চ শিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে এক যুগান্তকারি পরিবর্তন আসবে।
সংবাদ সম্মেলনে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মো. গোলাম শাহি আলম, অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী, অধ্যাপক ড. এস. এম. কবির, কাউন্সিলের সচিব এ.কে.এম. মুনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন