দেশের চতুর্থ শিল্প বিপ্লবের প্রসার ও বাস্তবায়নে গ্রাজুয়েটদের মুখ্য ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উত্তরা ইউনিভার্সিটির ৭ম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আজ রবিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।
ডা. দীপু মনি বলেন, ভবিষ্যতের জন্য জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে উত্তরা ইউনিভার্সিটির ভূমিকায় আমি আনন্দিত। আমরা এখনো পাড়ি দিচ্ছি গোটা পৃথিবীকে বিপর্যস্ত করে তোলা করোনা নামক অতিমারি। মহামারী কালে অনলাইন ক্লাসের মতো বিকল্প ব্যবস্থাপনায় আমরা একটি মুহূর্তের জন্যেও শিক্ষা ব্যবস্থাকে স্থবির হতে দেইনি।
সমাবর্তন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আজিজুর রহমান, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
বিডি প্রতিদিন/আরাফাত