চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নির্মাণাধীন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল থেকে মালামাল চুরি হয়েছে।
অতীশ দীপঙ্কর হলের প্রভোস্টের দায়িত্বে আছেন অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। তাঁর বক্তব্যে হচ্ছে প্রশাসন তাঁকে হলের সবকিছু বুঝিয়ে না দেওয়ায় কি কি চুরি হয়েছে তার সঠিক হিসেব পাওয়া যাচ্ছে না। এর কারণ হচ্ছে ঠিকাদার কাজ শেষ করতে পারেননি।
রবিবার অধ্যাপক কুন্তল বড়ুয়া বলেন, বৃহস্পতিবার প্রকৌশল দপ্তর থেকে আমাকে বিষয়টি জানানো হয়। কী কী চুরি হয়েছে তার প্রাথমিক একটা তালিকা করেছি। থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, ১০-১২টার মতো বৈদ্যুতিক পাখা, বাথরুমের কলের ট্যাপ খুলে নিয়ে গেছে। মোট আট লাখ টাকার মালামাল চুরি গেছে বলে আমার ধারণা। আগামীকাল প্রকৌশল দপ্তর থেকে বিস্তারিত তালিকা দিলে প্রশাসনের কাছে জমা দিতে পারবো।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখিনি। প্রভোস্ট আমাকে শুধু মৌখিকভাবে জানিয়েছেন। তিনি লিখিতভাবে কিছু জানাননি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দফতরের প্রধান মো. আব্দুর রাজ্জাকের ভাষ্য হচ্ছে প্রশাসন থেকে পাহারার জন্য লোক নিয়োগের ব্যাপারে কখনো কোনো চিঠি না পাওয়ায় তারা বিষয়টির জন্য দায়ী না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন