রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষার সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। চার শিফটের এ পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ এবং অনুপস্থিতির হার ১২ শতাংশ।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত হার ৮৮ শতাংশের বেশি। এদিন প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত। যেখানে বিজ্ঞান ও অ-বিজ্ঞান মোট শিক্ষার্থী উপস্থিত ছিলেন ১৯ হাজার ৩৫৮ জন, দ্বিতীয় শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয় ১১টা থেকে ১২টা পর্যন্ত। এখানে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৮৪ জন, তৃতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত। এখানে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৮৪ এবং শেষ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয় সাড়ে ৩টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত। এখানে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৮৪ জন। চার শিফটে মোট উপস্থিতি পরীক্ষার্থী ৬৩ হাজার ৩২১ জন। উপস্থিতির হার ৮৮ শতাংশ এবং অনুপস্থিত পরীক্ষার্থী সংখ্যা ৭৬৮০ জন। অনুপস্থিতির হার ১২ শতাংশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন