ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, তাই যেতে পারেননি ছাত্রলীগের ‘গেস্টরুমে’। এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করেছে ছাত্রলীগের জেষ্ঠ্য কর্মীরা। রবিবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম-এসএম হলে এমন ঘটনা ঘটেছে।
এ ঘটনায় হল প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। মঙ্গলবার এ বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে হল কর্তৃপক্ষ।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম শিপন মিয়া, তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা থাকায় ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিতে পারিনি। এজন্য ছাত্রলীগের পলিটিক্যাল রুমে যেতে আমাকে রাতে কয়েকবার ফোন দেন বড় ভাইয়েরা। কিন্তু পরীক্ষার প্রস্তুতির কারণে তাদের ফোন ধরতে পারিনি। পরে আমাকে খুঁজে ধরে নিয়ে যেতে কয়েকজনকে পাঠানো হয়। তারা আমাকে হলের ১৭৭ নাম্বার রুমে (পলিটিক্যাল রুম) ডেকে নিয়ে যায়।’
তিনি বলেন, ‘সেখানে গেলে সিনিয়রেরা গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে ইয়াসির আরাফাত প্লাবন (রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী) আমার গালে চড় মারেন। আল ইমরান আমাকে স্ট্যাম্প দিয়ে পেটে খোঁচা মারেন। ইয়াছিন আল শাহীন আমার হাত থেকে ফোন কেড়ে নেন। কেন ফোন ধরিনি তা জানতে চান। আমাকে গালিগালাজ করেন। আমি এখন তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পরীক্ষার দিন রাতে এধরনের নির্যাতন করায় মানসিকভাবে আমি ভেঙে পড়ি।’
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হলেই সাধারণ শিক্ষার্থীদের ছাত্রলীগের তথাকথিত গেস্টরুমে অংশগ্রহণ করতে হয়। সেখানে সাধারণত ছাত্রলীগের সিনিয়র কর্মীরা তাদের জুনিয়র কর্মীদের নানান বিষয়ে কৈফিয়ত নেন। এর মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধ্য করা হয়।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত প্লাবন, শাহীন এবং ইমরানকে একাধিকবার কল দিয়েও তাদের সাড়া পাওয়া যায়নি। সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের ঘটনার খবর আমার জানা নেই। আমি খোঁজ নেব। যদি কিছু হয়ে থাকে তাহলে, প্রমাণ সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
হলের ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. মুহম্মদ বেলাল হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভুক্তভোগী প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছিলেন। তিনি সেটি হলে পাঠিয়েছেন। আগামীকাল (মঙ্গলবার) আবাসিক শিক্ষকদের জরুরি বৈঠক ডেকেছি। সেখানে তদন্ত কমিটি গঠন করে ঘটনাটি খতিয়ে দেখা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল