ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে (১ম বর্ষ স্নাতক) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি আবেদন ১ আগস্ট শুরু হয়ে চলবে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক ভর্তি আবেদনের ফি ধরা হয়েছে ১ হাজার টাকা। পরীক্ষা আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ভর্তি পরীক্ষায় শারীরিক শিক্ষা বিভাগে কোটা ব্যতীত ২৫টি আসন রাখা হয়েছে। বিকেএসপি’র সনদধারী ভর্তিচ্ছুদের জন্য ২০% বিশেষ কোটা সুবিধা রাখা হয়েছে। আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পন্থায় ১ হাজার টাকা ফি মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে।
শারীরিক শিক্ষা বিভাগের ভর্তি পরিক্ষা ১০০ নম্বরের হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাটা যাবে। ব্যবহারিক পরীক্ষায় ৩০ নম্বর রাখা হয়েছে। পরীক্ষায় এমসিকিউ এ পাশ নম্বর ৪০ এবং ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর ১২ রাখা হয়েছে। বিকেএসপি সনদধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ২০ প্রযোজ্য হবে।
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) থেকে জনা যাবে।
বিডি প্রতিদিন/এএম