শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের একটি টিলায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন শিক্ষার্থী। তারা বিষয়টি প্রশাসনকে জানান। এরপর তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কে বা কারা বুলবুল আহমেদকে ছুরিকাঘাত করেছে, তা এখনো জানা যায়নি বলে জানান প্রক্টর।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ