শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি বাতিল ও স্বতন্ত্র ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা দুদিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছে। মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থানার আজুগড়া এলাকায় অবস্থিত কলেজ ক্যাম্পাস ও অধ্যক্ষের কার্যালয়সহ একাডেমিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেন শিক্ষার্থীরা।
ছাত্র কল্যান পরিষদের আহ্বায়ক কমিটির সহ-সভাপতি মাইনুদ্দিন রিয়াতের সভাপতিত্বে সিনিয়র শিক্ষার্থী শাফকাত উল্লাহ, দিগন্ত আহম্মেদ, শাহরিয়ার খান, মেহেদী হাসান খান ও খাদিজা ববি বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ হওয়া সত্ত্বেও বিনা নেটিশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সব সময় কলেজ পরিচালনায় শেকৃবি অসহযোগিতা করছে। এ কারণে ছাত্র-ছাত্রীরা অধিভূক্তি দ্রুত বাতিল দাবি করেন। তারা আরও বলেন, কলেজটিতে শিক্ষক সংকট, বাজেট স্বল্পতা ও ল্যাবে সরঞ্জামের স্বল্পতা থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে। এছাড়াও কলেজকে পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি করার দাবি জানানো হয়। দাবিগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদায় না হলে সড়ক অবরোধের হুমকি দেন ক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/হিমেল