সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও সাউথইস্ট ইকোনমিক ফোরামের উদ্যোগে আয়োজিত “উচ্চশিক্ষায় অর্থনীতির সম্ভাবনা: কলেজ শিক্ষার্থীদের শিক্ষা” শীর্ষক এ কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কলেজর ৪৮ জন কলেজ শিক্ষার্থী এতে অংশ নেয় । রাজশাহী সদর ২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর উপদেষ্টা অধ্যাপক ড. এএনএম মেশকাত উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম এ হাকিম। প্রধান অতিথি তার ভাষণে উচ্চ শিক্ষার মানোন্নয়নে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভূয়সী প্রশংসা করেন। পুরষ্কার ও সনদপত্র বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/হিমেল