জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. কাজী নূর হোসেন মুকুলের বিরুদ্ধে মারধরের হুমকির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন সহকারী প্রকৌশলী মো. মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ওই সহকারী প্রকৌশলী, প্রধান প্রকৌশলী ও কর্মকর্তা সমিতির সভাপতি-সম্পাদক লিখিত অভিযোগ জানান।
অভিযোগপত্রে বলা হয়, ২৬ জুলাই বেলা সাড়ে ১১টায় আমার সহকর্মী সহকারী প্রকৌশলী মো. আনিছুর রহমান মনোবিজ্ঞান বিভাগে লাইট এবং ফ্যান বুঝিয়ে দেওয়ার জন্য যান। বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বেরিয়ে আসার সময় উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো. কাজী নূর হোসেন স্যার বলেন-আমার রুমের কাজ হয়নি কেন? জবাবে আমার সহকর্মী বলেন, কী কাজ সেটা আমি জানি না। এ নিয়ে কথার এক পর্যায়ে কাজী নূর হোসেন মো. মাজহারুল ইসলামকে নিয়ে মানহানিকর বক্তব্য দেন এবং মারধরের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগের বিষয়ে সহকারী প্রক্টর কাজী নূর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ভিসি স্যারের নিকট লিখিত অভিযোগ গিয়েছে আমি শুনেছি। এ নিয়ে ভিসি স্যার কাল কথা বলবেন। আমরা যেহেতু একই বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, এ বিষয়টা মিমাংসা হয়ে যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ