বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। বিশ্ব ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ আরতি বেলে’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কৃষি আবহবিদ্যা বিভাগ, গবেষণাগার, নির্মাণাধীন অত্যাধুনিক গ্রিনহাউজ এবং আবহাওয়া স্টেশনসহ বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন মো. কামরুজ্জামান, অনীষ কুমার, ইফ্রেম ফেরারী, সিলাতী টফুওলা টিমো, মো. রফিকুল ইসলাম, কাজী শাহাজাদা শাহনেওয়াজ হোসাইন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শাহ কামাল খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। সভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পে’র অধীনে কৃষি আবহবিদ্যা বিভাগ স্থাপন সংক্রান্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রতিনিধি দল নবগঠিত কৃষি আবহবিদ্যা বিভাগের বাস্তবায়ন অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে বিশ্ব ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/ফারজানা