রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষা ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিটে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ‘সি’ ইউনিটের ফলাফল আগামী ১ আগস্টের মধ্যেই প্রকাশিত হবে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, আগামী ১ আগস্টের মধ্যেই ‘সি’ ফলাফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে ওএমআর মেশিনে উত্তরপত্রের ওএমআর এর ইমেজ নেওয়া হয়েছে। এখন ওএমআর রিড করে আজ (শুক্রবার) থেকে ফলাফল তৈরির কাজ শুরু হচ্ছো। আগামী রবিবার বা সোমাবারে অর্থাৎ, ৩১ জুলাই বা ১ আগস্টে ফলাফল প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে।
আরও জানা যায়, যদি কোনো কারণে ওএমআর মেশিনে কোনো উত্তর পত্রের ওএমআর রিড করানো না যায় বা ইরোর দেখায়, তাহলে শিক্ষার্থীদের স্বার্থে সেটা ম্যানুয়ালি দেখা হবে। এছাড়া, কোনো শিক্ষার্থী একটা প্রশ্নের উত্তরে একাধিক বৃত্ত ভরাট করে থাকলে, সেক্ষেত্রে ওই প্রশ্নের জন্য সে শূন্য মার্ক পাবে কিন্তু মাইনাস বা নেগেটিভ মার্ক পাবে না।
এ বিষয় জানতে চাইলে ‘সি’ ইউনিটের পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক আবদুল আলিম জানান, পরীক্ষার ফলাফলে যাতে কোনো যান্ত্রিক ত্রুটিজনিত ভুল না হয়, সেজন্য আমরা একটু সময় নিয়ে ফলাফল প্রকাশ করতে চাই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ