বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শারমিন ইসলাম শ্রদ্ধা এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মো. রিফাত মাহমুদ সাব্বিরের সমন্বয়ে গড়া আইইউবির দল সরাসরি সেটে হারায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেবিল টেনিস দলকে।
শনিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে সেমিফাইনালে, নর্থ সাউথ ইউনিভার্সিটিকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে ওঠে আইইউবি। এই জয়ের মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় আইইউবির পদক সংখ্যা দাঁড়ালো ৪-এ, যার মধ্যে রয়েছে দুটি স্বর্ণ, একটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ।
বিডি প্রতিদিন/এমআই