চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক উপ-গ্রুপগুলোর মধ্যে তিনপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এক কর্মীকে মারধরের ঘটনায় এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা যায়।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়, সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। এসময় তিনপক্ষের মধ্যে চলে ইটপাটকেল নিক্ষেপ। দেশীয় অস্ত্রসহ অনেক ছাত্রলীগ কর্মীকে দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, আরবি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মমিনুর রহমান আসিফ বিজয় গ্রুপের অনুসারী কর্মী। তাকে সিক্সটি নাইনের অনুসারীরা মারধর করেছে বলে অভিযোগ ওঠে। এ গ্রুপটির বিরুদ্ধে সিএফসির অনুসারী ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী শাকিলকে মারধরের অভিযোগও রয়েছে। ফলে বিজয় ও সিএফসির অনুসারীরা একসঙ্গে সিক্সটি নাইন গ্রুপের মুখোমুখি হয়। বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে তিন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এছাড়া দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায় তিনপক্ষের নেতাকর্মীদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবীর পলাশ বলেন, ঘটনাস্থলে থেকে আমরা পুলিশের সহযোগিতায় ছাত্রলীগের তিন পক্ষকে শান্ত করার চেষ্টা করছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানতে পেরেছি। তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ