নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ-এর বাবা ও ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মো. আনসার আলী ইন্তেকাল করেছেন।
আজ শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ’র অতিরিক্ত পরিচালক শেখ মাহাবুব রহমান জানান, মৃত্যুকালে মো. আনসার আলী এক ছেলে, এক মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।পরিবার সূত্র জানায়, আজ বাদ এশা গুলশান আজাদ মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার বেলা ১১ টায় নিজের জেলা শহর সাতক্ষীরা পিএন হাই স্কুল মাঠে দ্বিতীয় জানাজার নামাজ এবং বাদ আছর দেবহাটা উপজেলার কুলিয়া মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ