শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যৎ পোশাক শিল্পে ভিন্নমাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন ভারতের স্বনামধন্য প্রতিষ্ঠান রাজেশ ভেদা কনসালটিং এর ব্যবস্থাপনা পরিচালক ড. রাজেশ ভেদা। তার প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা দেশের পোশাক শিল্পকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।
মঙ্গলবার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর এএমএমটি ডিপার্টমেন্ট ভিজিট করে তিনি এ আশা ব্যক্ত করেন। তার সফর সঙ্গী ছিলেন পোশাক শিল্প জগতে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান পান্না ক্লথিং লি. এর ব্যবস্থাপনা পরচিালক কে আনিস মুকিতসহ রাজেশ ভেদা কনসালটিং এর পরিচালক মানীশা শর্মা।
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, গভমর্ন্টে অ্যান্ড পলিটিকস বিভাগের প্রধান আর্কিটেক্ট হোসনে আরা রহমান ও সঙ্গীত বিভাগের অধ্যাপক ও জনসংযোগ পরিচালক শিল্পী লিলি ইসলামসহ এমএমএমটি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও শিক্ষকমন্ডলীগণ।
বিডি প্রতিদিন/হিমেল