নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার উন্নয়ন ও সেবায় নতুন যাত্রা শুরু হয়েছে। শুরুতে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে এখন থেকে আবার নতুন ভাবে ডাক্তারদেরকে নিয়ে নতুন যাত্রা শুরু করেছে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নেওয়াজ মোহাম্মদ বাহাদুর মেডিকেল সেন্টারের জন্য পর্যাপ্ত পরিমাণ নতুন যন্ত্রপাতি, ইলেকট্রিক সামগ্রী ও আসবাবপত্র পরিদর্শন করেন। এতে করে সেবার মান বাড়বে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে জানতে চাইলে মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ (ভারপ্রাপ্ত) ডা. ইসমত আরা পারভীন জানান, মেডিকেল সেন্টারটির সেবার মান দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন অনেক যন্ত্রপাতি আসতে শুরু করেছে। এছাড়া চার জন নতুন ডাক্তার নিয়োগ পেয়েছেন।
বিডি প্রতিদিন/এএম