ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশদ্বারে ৫টি ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শুক্রবার পলাশী মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ‘সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’-এর উদ্বোধন করেন।
বক্সগুলো পলাশী, শাহবাগ, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, শেখ রাসেল টাওয়ার ও দোয়েল চত্বর থেকে ক্যাম্পাস অভিমুখী রাস্তার পাশে স্থাপন করা হয়েছে। এসব বক্স থেকে ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনারোধে প্রহরা বসানো হবে।
উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার ও নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রবেশপথে এই ‘সকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স’ স্থাপন করা হয়েছে। তিনি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
এসব সিকিউরিটি বক্সে দায়িত্ব পালনকারীরা আন্তঃসমন্বয় করে ক্যাম্পাসের যানবাহন নিয়ন্ত্রণ এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে কার্যকরী ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান।
বিডি-প্রতিদিন/শফিক