২০২২-২৩ সেশনে প্রকৌশল গুচ্ছে স্নাতক প্রথমবর্ষ/লেভেল-১ কোর্সের সমন্বিত ভর্তি পরীক্ষা স্ব স্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে উপস্থিতির হার ৮৫ দশমিক ৫ শতাংশ।
শনিবার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সেকশন অফিসার আ.ফ.ম মাহমুদুর রহমান।
তিনি জানান, এবার প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৪ হাজার ৯৮০ জন ভর্তিচ্ছু মনোনীত হয়। পরীক্ষায় সমন্বিত উপস্থিতির হার ৮৩ দশমিক ২১ শতাংশ। এতে রুয়েটে কেন্দ্রে উপস্থিতির হার ৮৫ দশমিক ৫ শতাংশ।
জানা গেছে, প্রকৌশল গুচ্ছে রয়েছে চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। কুয়েট কেন্দ্রে উপস্থিতির হার ৮৩.৪৩ শতাংশ ও চুয়েট কেন্দ্র ৮১.১৮ শতাংশ।
বিডি প্রতিদিন/আরাফাত