ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ ও মঙ্গলদীপ ফাউন্ডেশনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘আলী যাকের গবেষণা অনুদান’ স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে এ চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির আওতায় বিভাগের স্নাতকোত্তর অধ্যয়নরত প্রত্যেক শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের গবেষণা ও নাট্য প্রযোজনা নির্মাণের জন্য আর্থিক অনুদান প্রদান করা হবে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মঙ্গলদীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সারা যাকের, বিশ্ববিদ্যালয়ের থিয়েটার পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন উপস্থিত ছিলেন। প্রতিবছর দুই পর্বে অনুদানের পাঁচ লক্ষ টাকা প্রদান করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল শাহিন, অধ্যাপক ড. আহমেদুল কবির, কাজি তামান্না হক, তানভীর নাহিদ খান এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তী।
অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের যেসব বিশেষায়িত বিভাগ রয়েছে, তাদের পড়াশোনার ক্ষেত্র অনেক বেশি বিস্তৃত। আমাদের ক্ষেত্রপর্যায়ে অনুশীলন করতে হয়, গবেষণা করতে হয় এবং গবেষণা থেকে প্রাপ্ত বিষয়সমূহ মঞ্চে উপস্থাপন করতে হয়। এর জন্য আমাদের অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। যার সম্পূর্ণ যোগান বিশ্ববিদ্যালয়ের পক্ষে দেওয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে গবেষণা অনুদান প্রদানের জন্য মঙ্গলদীপ ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
মঙ্গলদীপ ফাউন্ডেশের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন সারা যাকের বলেন, 'আমরা সামান্য গবেষণা অনুদান দিয়ে থিয়েটার বিভাগের সাথে যুক্ত থাকতে পারছি, এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা জানি থিয়েটার বিভাগের শিক্ষার্থীদের অনেক বেশি মাঠ পর্যায়ে কাজ করতে হয় এবং এই কর্মপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা বের হয় তারা অনেক প্রয়োগিক এবং তাত্ত্বিক জ্ঞান রাখে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাদেরকে যে ট্রেইনিং দেয়া হয় তা অনবদ্য। তাদেরকে আমরা অনন্য উচ্চতার আসনে দেখি। আমরা যত বেশি তাদের পাশে এগিয়ে আসবো দেশের নাটকের ভবিষ্যৎ ততবেশি উজ্জ্বল হবে। আমরা যৌথ প্রয়াসে দশ বছরের মধ্যে দেশের মঞ্চ নাটককে পেশাদারিত্বের যায়গায় নিয়ে যেতে চাই।'
উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২০ সালের ২৭ নভেম্বর মারা যান একুশে পদকপ্রাপ্ত এবং দেশের বরেণ্য নাট্যজন আলী যাকের।
বিডি-প্রতিদিন/বাজিত