জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ও ঐতিহাসিক ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘স্মৃতিতে অম্লান মহানায়ক’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডুজার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে প্রদর্শনীস্থল ঘুরে দেখেন উপাচার্য। প্রদর্শনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ, বিশ্ব মিডিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন ধরনের ছবি প্রদর্শন করা হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমুল হুদা এবং দপ্তর সম্পাদক মো. জাফর আলীসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাধারণ মানুষ।
বিডি প্রতিদিন/নাজমুল