মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উপর নির্মীত তথ্যচিত্র ‘বে অব ব্লাড’ এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় গত ২০ আগস্ট। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর যৌথ উদ্যোগে ইউল্যাবের ধানমন্ডিস্থ গবেষণা ভবনের মিলনায়তনে এ প্রদর্শনী হয়।
ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. জুড উইলিয়াম হেনিলো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণেন্দু বোস ‘বে অব ব্লাড’তথ্যচিত্রে ৪৭-এর ভারত ভাগ ও তার পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমির ক্রম:ইতিহাস তুরে ধরেন। পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন সংঘটিত গণহত্যা ও নারীদের উপর ভয়াবহ নৃশংসতা যে শুধু কিছু পাকিস্তানী সেনাসদস্যের অতিউৎসাহী পাশবিকতার প্রকাশ নয়, বরং একটি সুপরিকল্পিত সেনাকর্মকাণ্ড সে কথাই বারবার উচ্চারিত হয়েছে তথ্য চিত্রটিতে।
এ প্রদর্শনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইতিহাসবিদ ও সাহিত্যিক মুনতাসির মামুন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও লেখক মফিদুল হক, প্রত্নতাত্তিকক গবেষক ও শিক্ষক অধ্যাপক শাহনাজ হুসনে জাহান প্রমূখ। প্রদর্শনী শেষে নির্মাতা কৃষ্ণেন্দু বোস তার সংক্ষিপ্ত বক্তব্যে চলচ্চিত্রটি নির্মাণে তার দীর্ঘ চার বছরের অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরেন।
বিডি প্রতিদিন/হিমেল