ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন এ তথ্য নিশ্চিত করেন।
বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসেনর শীর্ষ কর্মকর্তাদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন। এরপরই তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
উপাচার্যের গাড়িচালক ফরহাদ হোসেন বলেন, তিনি (অধ্যাপক শেখ আবদুস সালাম) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফিরবেন না। তার পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে হস্তান্তরের জন্য জমা দিয়েছেন।এ বিষয়ে জানতে অধ্যাপক শেখ আবদুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন রিসিভ করেননি।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। পরে ২০২১ সালের ৫ মে কোষাধ্যক্ষ ও ৩০ জুন উপ-উপাচার্য নিয়োগ পান।
বিডিপ্রতিদিন/কবিরুল