আত্মপ্রকাশের পর এবার সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে ‘ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতারা ৫৯ দফা প্রস্তাবনা তুলে ধরেছেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন ছাত্রশিবিরের নেতারা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আসাদুল ইসলামের সঞ্চালনায় সভাপতি মো. ইকবাল হোসেন শিকদার ৫৯ দফা প্রস্তাবনা ঘোষণা করেন। এর আগে তারা উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় ছাত্রশিবিরের নেতারা জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় ফ্যাসিবাদের মূলোৎপাটন, ১৫ কর্মদিবসের মধ্যে ছাত্র সংসদ (জকসু) নীতিমালা প্রণয়ন, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ ৬০ দিনের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর, জবির আবাসন সংকট নিরসনে বেদখল হলগুলো উদ্ধার সহ বাকি দফাগুলো লিখিত আকারে উপস্থাপন করেন শিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার।
৫৯ দফা প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হলো-জুলাই বিপ্লবে শহীদদের মরণোত্তর এবং আহতদের বীরত্বের সম্মাননা প্রদান, ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরে সব নিয়োগ তদন্ত করে ব্যবস্থা; বর্তমান ক্যাম্পাসকে মূল ক্যাম্পাস রাখা এবং কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ ৬০ দিনের মধ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর; জবির আবাসন সংকট নিরসনে বেদখল হলগুলো উদ্ধার, ভবন পুনর্নির্মাণ এবং মাসিক আবাসন ভাতার ব্যবস্থা; দুই বছর অন্তর সমাবর্তন আয়োজন; দলীয় সুপারিশ বা রাজনৈতিক পরিচয়ে শিক্ষক নিয়োগ বন্ধ; শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং ক্যাফেটেরিয়া মানসম্মত খাবার নিশ্চিত করা।
শহীদ সাজিদের নামে নতুন একাডেমিক ভবনের প্রশাসনিকভাবে স্বীকৃতি দিতে হবে; শহীদ আব্দুল লাল ফাহাদের নামে একটি স্থাপনা বা কেন্দ্রীয় লাইব্রেরীর নামকরণ করতে হবে; ফ্যাসিস্ট সরকারের সকল নিয়োগ তদন্ত করতে হবে; শিক্ষার্থীদের সুবিধায় চক্রাকার বাস সমূহ রাত ১০টা পর্যন্ত চালু রাখতে হবে; কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় রাত ১০টা খাবার প্রাপ্তি নিশ্চিত করতে হবে; বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা বৃদ্ধি করতে হবে; নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সকল প্রকার উদ্যোগ নিতে হবে; ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে।
এছাড়া শাখা ছাত্রশিবিরের নেতারা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নতি করার লক্ষ্যে প্রশাসনকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি উপরোক্ত প্রস্তাবনা সমূহ দ্রুত বাস্তবায়ন করার জন্য আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত