জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তরসহ আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির চূড়ান্ত রোডম্যাপ ঘোষণায় সচিবালয়ের পথে রওনা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাস থেকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা করার বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন পাঁচ দফা আন্দোলনের সংগঠক কেএম রাকিব।
তিনি বলেন, আমরা আজ শিক্ষা উপদেষ্টার সঙ্গে পাঁচ দফা দাবি বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণার লিখিত স্বীকৃতির জন্য যাচ্ছি। যদি সেখানে আমাদের দাবি মেনে নেওয়ার কোনো ধরনের ব্যত্যয় ঘটে তাহলে কাল আবারও আমরা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করব।
পাঁচ সদস্যের প্রতিনিধি দলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সঙ্গে দু'জন শিক্ষক প্রতিনিধি হিসেবে আছেন প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক এবং সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদদীন।
এছাড়া দু'জন ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন পাঁচ দফা আন্দোলনের মুখপাত্র তৌসিফ মাহমুদ সোহান এবং সংগঠনক কেএম রাকিব।
বিডি প্রতিদিন/হিমেল